শহীদদের স্মরণে একদিনে ৩০ লাখ গাছ রোপণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৫ মে ২০১৮

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন সারাদেশে এই বৃক্ষরোপণ করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এসব গাছ লাগানো হবে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদ। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, অ্যাডভোকেট টিপু সুলতান ও মো. ইয়াসিন আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সদস্য টিপু সুলতান সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলায় আগেই বৃক্ষরোপণের বিষয়ে আলোচনা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন সারাদেশে একযোগে ৩০ লাখ গাছ লাগানো হবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে পাহাড় ধস মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়ার জন্য মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।
কমিটি সূত্র জানায়, বৈঠকে হালদা নদীর ডলফিন রক্ষায় করণীয় ও গৃহীত ব্যবস্থা এবং রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরের বায়ু দূষণের বর্তমান অবস্থা ও দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে হালদা নদীর ডলফিন, মাছ ও অন্যান্য জলজ প্রাণী রক্ষায় বালু উত্তোলন নিয়ন্ত্রণ ও অন্যান্য দূষণ কার্যক্রম কঠোরভাবে বন্ধের সুপারিশ করা হয়।

এইচএস/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।