বন্যা নিয়ন্ত্রণে ড্রেজিং প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ জুলাই ২০১৫

বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের সুবিধা বাড়াতে চলমান ড্রেজিং প্রকল্পগুলো অতিদ্রুত শেষ করার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে ড্রেজিং পরিদফতরকে আধুনিকীকরণ ও নতুন ড্রেজার মেশিন ক্রয় করে নদীগুলোর খনন কাজ শুরুর তাগিদ দেয়া হয়েছে।
 
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে এসব তাগিদ দেয়া হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে ইসিআরআরপি’র অগ্রগতি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ড্রেজিং প্রকল্পগুলোর অগ্রগতি এবং আপার সুরমা কুশিয়ারা প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

এছাড়াও পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের সংযোগ নদী খনন, সেচ সুবিধার উন্নয়ন এবং মৎস্যচাষ প্রকল্পের আওতায় নির্মাণাধীন পাম্প হাউসের অগ্রগতির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কমিটি আপার সুরমা-কুশিয়ারা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে।
 
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ, কে, এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং সেলিনা জাহান লিটা অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।