সোয়ান গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধের সুপারিশ
সোয়ান গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ওই শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ দিতে ইসলামী ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিল থেকে ওই গার্মেন্টসের নারী শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, বৈঠকে সোয়ান গ্রুপের পরিচালনাধীন সোয়ান গার্মেন্স লিমিটেড এবং সোয়ান জিন্স লিমিটেড-এর শ্রমিকদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই প্রতিষ্ঠানটির মালিকের মৃত্যুর পর উত্তরাধিকার নির্ণয় না হওয়ায় শ্রমিকদের পাওনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়েছে। সেই জটিলতা নিরসন করে শ্রমিকদের সকল পাওনা কিভাবে পরিশোধ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সরকার আন্তরিক। মন্ত্রণালয়ও এ বিষয়ে কাজ করছে। কমিটি এই সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দিয়েছে। এছাড়া কোন শিল্প প্রতিষ্ঠানে যাতে শ্রম অসন্তোষ ঘটনা না ঘটে সে বিষয়ে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে।
বৈঠকে বাটা সু-কোম্পানির শ্রমিক ছাটাই সংক্রান্ত সাব-কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তদন্ত কাজ শেষ করে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছে কমিটি। এছাড়া প্রবাসী কল্যাণ ও বেদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)গুলোকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।
কমিটি সভাপতি বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী ও রোকসানা ইয়াসমিন ছুটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/আরএস/আরআইপি