তালেবানের নতুন প্রধান মানসুর


প্রকাশিত: ০১:১০ পিএম, ৩০ জুলাই ২০১৫

তালেবান প্রধান মোল্লা মোহাম্মদ ওমর মারা গেছেন এমন খবরের একদিন পর বৃহস্পতিবার সংগঠনটির নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। চরমপন্থী এ সংগঠনটির শুরা কাউন্সিলের সদস্যরা বুধবার রাতে মোল্লা আখতার মানসুরকে তাদের নতুন নেতা নির্বাচন করেছে। বৃহস্পতিবার ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মানসুর এর আগে মোল্লা ওমরের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে। এবার আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার বিবিসির এক প্রতিবেদনে আফগান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয় মোল্লা ওমর মারা গেছেন। ওমরের মারা যাওয়ার খবরকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি দেয় সংগঠনটি। এরপর বুধবার রাতেই সংগঠনটির শুরা কাউন্সিলের সদস্যরা নতুন প্রধান নির্বাচন করে।  

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।