প্রবীণদের সিনিয়র সিটিজেন কার্ড দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৪ মে ২০১৮
ফাইল ছবি

দেশের প্রবীণ জনগোষ্ঠীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই সিনিয়র সিটিজেন কার্ড প্রদানের ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সংগঠন ‘জাতীয় প্রবীণ মঞ্চ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ক্রমবর্ধমান উন্নয়নের কারণে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রবীণদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। সামনের দিনগুলোতে এ দেশের প্রতিটি বাড়িকেই করতে হবে প্রবীণবান্ধব বাড়ি, প্রতিটি গ্রাম হবে প্রবীণবান্ধব গ্রাম। হাসপাতাল, রাস্তা, বাস, ট্রেন, নৌকা বা জাহাজ সবকিছুই প্রবীণ সহায়ক হবে। এ বিষয়টি সবাইকেই গুরুত্বের সঙ্গে নিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা প্রবীণ ব্যক্তিদের প্রতিকূল সামাজিক অবস্থা তুলে ধরেন। তারা বলেন, বয়স্ক ব্যক্তিরা পরিবারের বা দেশের বাড়তি বোঝা হতে পারে না। এক্ষেত্রে প্রবীণদের কল্যাণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। প্রবীণদের পরিবারের বাইরে রাখার মানসিকতা পরিহার করতে হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিয়ন বা তৃণমূল পর্যায় থেকে আগত প্রবীণ ব্যক্তিরা অংশ নেন ও বক্তব্য রাখেন।

এমইউএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।