নিখোঁজ এনজিও কর্মকর্তার মরদেহ মিললো খালে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৪ মে ২০১৮

রাজধানীর খিলগাঁওয়ে অাশা এনজিওয়ের জুনিয়র লোন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন (২৯) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে খালে।

সোমবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়ার ত্রিমোহনী খালের বাবুর জায়গা নামক অংশে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়েছিল। বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত যুবক খিলগাঁওয়ের ৪৫৫/সি নাম্বার বাসায় থাকতেন। গত শনিবার দুপুরের দিকে লোনের ১ লাখ ৩০ হাজার টাকাসহ নিখোঁজ হন তিনি।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অাব্দুর রহিম জানান, গত শনিবার নিখোঁজ হন বিল্লাল। গতকাল তার অফিসের সহকারী ম্যানেজার থানায় জিডি করেন। পরে পুলিশ ট্র্যাকিং করে তার সর্বশেষ অবস্থান পান বাড্ডায়। সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

এসএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।