সাংবিধানিক ভিত্তির ওপরই বাংলাদেশের প্রতিষ্ঠা
বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেছেন, দীর্ঘ নয় মাসের সশ্রস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও এর ভিত্তি ছিল ১৯৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর ১০ এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্তৃক গৃহীত স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার ৩য় দিনে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট দুইটি ভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করেন। অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ।
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি