রত্নগর্ভা পুরস্কার পাচ্ছেন ৫০ মা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ১৩ মে ২০১৮

সফল ৫০ জন মাকে দেওয়া হচ্ছে ‘রত্নগর্ভা মা পুরস্কার-২০১৮’। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ রোববার (১৩ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অন্যান্য বছরের তুলনায় এবার বেশিসংখ্যক মাকে রত্নগর্ভা হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। সাধারণ ক্যাটাগরিতে ২৫ ও বিশেষ ক্যাটাগরিতে ২৫ জন এ পুরস্কার পাচ্ছেন। এছাড়া এবার একজন বাবাকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। এ পুরস্কার পাচ্ছেন মুস্তাফা জামান আব্বাসী।

সাধারণ ক্যাটাগরিতে ২৫ পুরস্কৃত মা হচ্ছেন- ফিরোজা সুলতানা রশীদ, আনোয়ারা বেগম, সুরাইয়া বেগম, মাহবুবা ইসলাম, জাহানারা বেগম, শিরিন সুলতানা, কামরুজ্জাহান রেখা, নিলুফার বেগম, রহিমা ইসলাম, সামছুন্নাহার খানম, শিরিন চৌধুরী, নফছুন নাহার হাবিবা, হাজী চেমন আরা বেগম, নুরজাহান বেগম, সখিনা খাতুন, মঞ্জু বিশ্বাস, রহিমা খাতুন চৌধুরী, মমতাজ বেগম, আমেনা আফতাব, দিলওয়ারা বেগম, লায়লা বেগম, সাহিনা কবির নার্গিস, নিলুফার সুলতানা, হোসনে আরা রহমান, ড. নীলুফার মতিন।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ২৫ জন। তারা হলেন- সারোয়ার জাহান, লুৎফে আরা রশীদ, লুৎফুন নাহার বেগম, ফেরদৌসী ইসলাম, সাইদা মঞ্জুর, সেলিনা মোহসীন, হাজী শাকুরা বেগম, শামসুন নাহার বেগম, রোমানা খাতুন, হালিমা হোসাইন, সৈয়দা মাহমুদা খাতুন, গুলশান আরা বেগম, আতফা বেগম, প্রফেসর দেলোয়ারা বেগম, মাহফুজা রহমান খান, প্রতিভা বড়ূয়া, কল্পনা বড়ূয়া, খোরশেদা খানম, হুসনে জাহান, সৈয়দা বিলকিস বানু, হেমলতা দাশ, দিলরুবা আহমেদ, প্রফেসর হাজেরা নজরুল, আখতার আরা বেগম, খানম শামসি আহমদ এবং শামসুন নাহার বেগম পারুল।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।