কোরবানী ঈদে সিকান্দার বক্সের শেষ কিস্তি


প্রকাশিত: ১১:০৯ এএম, ৩০ জুলাই ২০১৫

পাঁচ বছর ধরে নাটকের জনপ্রিয় চরিত্র ‘সিকান্দার বক্স’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘সিকান্দর বক্স’ সিরিজের নাটকগুলো ছিলো সবার মুখে। আর এ নাটক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন মোশাররফ করিমও।

সর্বত্রই ঘুরেফিরে এসেছে এ অভিনেতার সংলাপ ‘আমার এতো আবেগ ক্যারে?’ অথবা ‘ফহিন্নির ফহিন্নি’। সিকান্দর বক্স ভক্তদের জন্য এবার খারাপ খবর হলো আসছে কোরবানী ঈদেই শেষ হয়ে যাচ্ছে এই নাটকের সিরিজ।

নির্মাতা সাগর জাহান জানিয়েছেন, কোরবানী ঈদে ৮ নম্বর কিস্তিতে গিয়ে শেষ হবে নাটকটি। যেটির নাম রাখা হয়েছে ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’।

তিনি জানাচ্ছেন, শেষ কিস্তিতে কিছু চমক থাকবে। নাট্যপরিচালক সালাহউদ্দিন লাভলু ও চিত্রনাট্যকার মাসুম রেজা- এ দুই বন্ধু অভিনয় করবেন। একটি বিশেষ চরিত্রে ইরেশ যাকেরেরও উপস্থিতি থাকবে।

সিকান্দার বক্স চরিত্রে মোশাররফ করিম তো থাকছেনই। বাংলাভিশনে আগামী কোরবানির ঈদে প্রচার হবে নাটকটির শেষ কিস্তি।

এর আগে সিকান্দার বক্সের ৭টি কিস্তিও বাংলাভিশনে প্রচার হয়েছে। সেগুলো হলো ‘এখন অনেক বড়’, ‘এখন বিরাট মডেল’, ‘এখন কক্সবাজারে’, ‘এখন পাগল প্রায়’, ‘হাওয়াই গাড়ি’, ‘এখন বান্দরবানে’ ও ‘এখন রাঙামাটি’।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।