দেশের ১৪ স্থানে পানি বৃদ্ধি


প্রকাশিত: ১১:০০ এএম, ৩০ জুলাই ২০১৫

দেশের নদ-নদীর ১৪ স্থানে পানি বৃদ্ধি ও ৬৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে এবং ২টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৯৬ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ১৪টি স্থানে পানি বৃদ্ধি এবং ৬৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৫টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ২টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।