ফ্লাইটে খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন বিমান ক্রু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন কেবিন ক্রুরা। গত চার মাসে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এক ডজনের মতো ক্রু। অসুস্থ অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তিও হয়েছেন। এরপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১৮ মার্চ লন্ডনগামী বিমানের বিজি-০০১ ফ্লাইট সার্ভিসে ছিলেন কেবিন ক্রু টুম্পা। ফ্লাইটে বিএফসিসির নিম্নমানের তৈলাক্ত খাবার খেয়ে অসুস্থতা হন তিনি। ফ্লাইট করে হনস্লোর নর্থ হেইড লেনের 'হেস্টোন হেইড হোটেলে' যাওয়া মাত্র তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় এসে ওই ধকল সারতে বেশ কয়েক দিন সময় লাগে তার।
২৯ এপ্রিল লন্ডন ফ্লাইটে একই পরিস্থিতির শিকার হন ফ্লাইট পার্সার রোখসানা। ফ্লাইটে ক্রুদের জন্য রাখা খাবার খেয়ে তিনদিন অসুস্থ ছিলেন তিনি। একই মাসে চিফ পার্সার নিপা ফ্লাইটের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সর্বশেষ ৬ মে লন্ডনের ফ্লাইটে খাবার খেয়ে অসুস্থ হড়ে পড়েন জুনিয়র পার্সার বাবু।
গত চার মাসে এক ডজনের মতো ক্রু অসুস্থ হয়েছেন বিএফসিসির খাবার খেয়ে। এরপরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক জামাল উদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, অসুস্থ হতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্রু অভিযোগ করেনি। এছাড়া ক্রুদের খাবার তারা নিজেরাই পছন্দ করেন।
বিএফসিসির মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকী বলেন, আমি এখানে নতুন এসেছি। সব বুঝে নিতে সময় লাগছে। তবে কোনো সমস্যা হলে অবশ্যই সমাধান করা হবে।
জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি সোয়েব চৌধুরী বলেন, ক্রুদের খাবারের মান বাড়াতে বৃহস্পতিবার মেনু কমিটির মিটিং হয়েছে। সেখানে তৈলাক্ত খাবার বাদ দিয়ে ভিন্ন ম্যানু করা হয়েছে। নতুন খাবারগুলো পরীক্ষামূলক ভাবে তৈরি করবে বিএফসিসি। পরে সেটি ফাইনাল করা হবে।
আরএম/এএইচ/এমআরএম