অনুষদের দাবিতে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ১০:১৮ এএম, ৩০ জুলাই ২০১৫

অনুষদের দাবিতে ২য় দিনের মত ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকে ১ম ও ২য় বর্ষের ১২০ জন শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করে।

২ ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মিশুক মনি, আব্দুস সামাদ, ফাহিম হোসেন, অর্পিতা, হেমা খাতুন, আশিকুর রহমান, জিমি খাতুন, নাঈম হোসেন, ইমরান হোসেন, অনিকসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই কলেজে মানসম্মত কোনো স্থায়ী শিক্ষক নেই। যা বিশ্বমানের ভেটেরিয়ান হওয়ার পক্ষে বাধা। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অনুষদ বাস্তবায়নের জন্য বক্তারা আহ্বান জানান। তানা হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।