মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১১ মে ২০১৮

রাজধানী মিরপুরে গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবলি সাদিক (৩২), ইয়াছিন আহমেদ শুভ (২৪) ও অপরজন শিশু। শিশুটি নাম পরিচয় জানা যায়নি।

আহত ৮ জনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- অাব্দুল মালেক (৩৭), নাজমা বেগম (৩৬) ও অারিফা (২)। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিরা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

অাহত নাজমার স্বামী জানান, অাজ সকালে তারা মিরপুরের শাহ অালী থানাধীন তামান্না শুটিং পার্কের সামনে থেকে লেগুনাযোগে ডিয়াবাড়ির জহুরাবাদে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর অাহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে অাসে। এখন তারা ২০৪ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।

অাহত অপরজন অাব্দুল মালেককে ঢামেক থেকে ধানমন্ডির কিডনি হাসপাতালে রেফার করা হয়েছে।

শাহআলী থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ‘বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। নিহত ও আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।