গ্রাউন্ড সিস্টেমের সমস্যার কারণে পেছাল উৎক্ষেপণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১১ মে ২০১৮

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণের সকল কাজ সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কম্পিউটার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত এ উৎক্ষেপণ প্রক্রিয়ার মাত্র ৪২ সেকেন্ড আগে গ্রাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়ায় তা বাতিল করা হয়। তবে স্যাটেলাইট ও রকেট ঠিক আছে।

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ এর বরাত দিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ‘প্রথম থেকেই সমস্ত ঘটনাগুলো যেভাবে চলার কথা সেভাবেই চলছিল। স্যাটেলাইট নির্মাণের ছবি এবং কিভাবে তৈরি হয়েছে তা দেখানো হয়। এছাড়া যখন কাউন-ডাউন শুরু হয় এবং যেখান থেকে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হবে সেখানে কাজ শুরু হয় তখনও সব কিছু ঠিক ছিল। কিন্তু উৎক্ষেপণের ঠিক একটু আগে সমস্যা দেখা দেয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আপনারদের মনে রাখতে হবে স্যাটেলাইট ও রকেট সব কিছু কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে মানুষের হাত দেয়ার কোনো উপায় নাই। কম্পিউটারেই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সিস্টেমের মধ্যেই হঠাৎ করে সামান্য ত্রুটি দেখা দেয়।’

স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে থাকা স্পেসএক্স-এর বরাত দিয়ে জানানো হয়, ‘ভালো খবর হলো- স্যাটেলাইটও ঠিক আছে, রকেটও ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। তবে গ্রাউন্ড সিস্টেমে সামান্য একটু ত্রুটি দেখা গেছে।’

একই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। হিসেবে যদি একটুও এদিক সেদিক পাওয়া যায়, তাহলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে।’

আজ রাতে একই সময়ে স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করে হবে বলেও জানান তিনি। বলেন, ‘আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে। স্পেসএক্স সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আগামীকাল একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে। যেহেতু এই ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই।’

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।