ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ৫


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ৩০ জুলাই ২০১৫

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার সন্দেহভাজন পাঁচজঙ্গি নিহত হয়েছেন। বুধবার রাতে আবেয়ান প্রদেশের ওয়াদি দিখা এলাকায় আল-কায়েদার ঘাঁটি মুকাল্লা শহরে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

নিহতদের মধ্যে আবু আহমাদ কাজিমি নামে আল কায়েদার একজন স্থানীয় নেতা রয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রই একমাত্র ইয়েমেনে ড্রোন হামলা চালায়। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে কয়েকমাস ধরে হামলা চালাচ্ছে।

আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলাকে (একিউএপি) উগ্রবাদী সংগঠন বলে মনে করে ওয়াশিংটন। গত মাসে এ সংগঠনটির ইয়েমেন শাখার প্রধান নাসির আল উহাইসি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। চলতি বছরের জানুয়ারিতে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলার ঘটনা ঘটে। এ হামলার সঙ্গে একিউএপির সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।