সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ১০ মে ২০১৮

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে গ্রিনলাইন ও সাব্বির-২ লঞ্চ দুটির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গ্রিনলাইন লঞ্চের গ্লাস ভেঙে গেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো যাত্রীরা আহত কিংবা নদীতে পড়ার মতো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌ পুলিশ।

sadarghat-(1)

সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, বরিশাল রুটে চলাচলকারী গ্রিনলাইন সদরঘাট ছেড়ে যাচ্ছিল। অন্যদিকে চাঁদপুর থেকে সাব্বির-২ সদরঘাটে আসছিল। সকাল সোয়া ৮টার দিকে লঞ্চ দুটি সদরঘাটের কাছাকাছি আসতেই পাশাপাশি সাইটে সংঘর্ষ হয়। এতে গ্রিনলাইনের গ্লাস ভেঙে গেছে।

তিনি জানান, খবর পেয়েই নৌ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তবে কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হননি।

জেইউ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।