ডিএসসিসির কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি : ৬১ কাউন্সিলরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১০ মে ২০১৮

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজলকে প্রাণনাশের হুমকিদানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডিএসসিসির ৬১ জন কাউন্সিলর।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও রমনা-সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী কামরুজ্জামান কাজলকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন কাউন্সিলররা। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ১৬ জন নারী কাউন্সিলরসহ মোট ৬১জন কাউন্সিলর বুধবার (৯ মে) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিদানের ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবি জানানো হয়েছে।

DSCC-Sig

জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, গত ২৩ মে দুপুরে বিদ্যালয়ের শিক্ষকদের অন্যায়ভাবে মারধোর করার ঘটনার প্রতিবাদ করলে গোলাম মোস্তফা (শিমুল), আলিমউদ্দিন শিশির ও মাসুদ রানা কমিশনার কাজলকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় কমিশনার কাজল রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১৬২৬।

এএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।