মেধা ও যোগ্যতার ভিত্তিতে এসআই নিয়োগ : আইজিপি


প্রকাশিত: ০৮:০৩ এএম, ৩০ জুলাই ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সাব-ইন্সপেক্টর (এসআই)পদে নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রভাবশালী ব্যক্তি বা মহলের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। তদবির বা অনৈতিক লেনদেন করার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপরে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এআইজি (এমএন্ডপিআর) মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের বরাত দিয়ে ওই বার্তায় বলা হয়, সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতা ভিত্তিক হচ্ছে।

আইজিপি বলেন, জননিরাপত্তা বিধানের জন্য সৎ, মেধাবী, কর্তব্যপরায়ণ এবং দিনরাত মানুষের সেবা প্রদানের মত পরিশ্রমী অফিসার একান্ত প্রয়োজন। তাই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক। কারো দ্বারা প্রলুব্ধ না হবার জন্য সকল চাকরি প্রত্যাশীকে আহবান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কোন প্রার্থী কারো সাথে কোন অনৈতিক লেনদেন করেন বা তদবির করেন তাহলে সেটা তার অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এ ধরণের অনৈতিক লেনদেন ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হয়। তদবির বা অনৈতিক লেনদেন করার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। প্রতারক বা দালালের খপ্পরে না পড়ার জন্য সবাইকে অনুরোধও জানান তিনি।

দালাল বা প্রতারকদের সম্পর্কে অভিযোগ/তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট থানা/এসপি অফিসকে অবহিত করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৬,৪৫৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭, ৮ এবং ৯ আগস্ট তারিখে। এরপর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ভ্যারিফিকেশন সাপেক্ষে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে প্রাথমিক নিয়োগ দেয়া হবে।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।