ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু


প্রকাশিত: ০৭:১১ এএম, ৩০ জুলাই ২০১৫
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী নৌকা ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অড়ুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার অড়ুয়াইল ইউনিয়রেন ডুবাজাইল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ক্বারী আবদুল কাহার (৪৫), একই গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও তার শিশু সন্তান শেফালী আক্তার (২)। এ ঘটনায় ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে সরাইল উপজেলার অড়ুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী নৌকা একই উপজেলার রাণীদিয়া গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ছেত্রা নদীতে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন নৌকা ডুবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে নিহত প্রত্যেকের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরো বলেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।