জন্মস্থানে আবদুল কালামের দাফন আজ


প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২৯ জুলাই ২০১৫

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মরদ­েহ তার জন্মস্থান তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে নেয়া হয়েছে। আজ স্থানীয় সময় বেলা ১১টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাকে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাফর অনুষ্ঠানে যোগ দেবেন।

বুধবার সকালে দিল্লির পালাম বিমানবন্দর থেকে মিসাইলম্যান খ্যাত আবদুল কালামের মরদেহ নিয়ে বিমানবাহিনীর উড়োজাহাজ তামিলনাড়ু রওনা হয়। এর আগে বিমানবন্দরে তিন বাহিনীর পক্ষ থেকে এই ‘ভারতরত্ন’ খেতাবজয়ীকে নিবেদন করা হয় শেষ শ্রদ্ধা। পরে তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দর থেকে তার মরদেহ হেলিকপ্টারে জন্মস্থান রামেশ্বরমে নিয়ে যাওয়া হয়।

বিকেলে রামেশ্বরম শহরের বাসস্ট্যান্ডের কাছে খোলা মাঠে সাবেক রাষ্ট্রপতির মরদেহ রাখা হয়। সেখানে শিক্ষার্থীসহ হাজারো মানুষ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনন্য সাধারণ মানুষটিকে শেষবারের মতো একনজর দেখার জন্য বাসস্ট্যান্ড থেকে গ্রামের বাড়ি নেয়ার পথের দুই ধারে দাঁড়িয়ে থাকেন আরো হাজারো মানুষ।

গত সোমবার সন্ধ্যায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে বক্তৃতা করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন ৮৪ বছর বয়সী এ পি জে আবদুল কালাম। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পরদিন মঙ্গলবার সকালে সামরিক বাহিনীর বিশেষ বিমানে শিলং থেকে নয়াদিল্লিতে নেয়া হয় কালামের মরদেহ। বিমানবন্দরেই তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার ও প্রতিরক্ষা বাহিনীর তিন প্রধান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।