রাজধানীতে বাস থেকে নামার সময় পিষ্ট যাত্রীর পা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ পিএম, ০৪ মে ২০১৮

রাজধানীর মালিবাগে চলন্ত অবস্থায় যাত্রী নামিয়ে দেয়ার সময় নিলুফা বেগম (৪০) নামে এক নারীর পায়ের উপর দিয়ে চলে যায় যাত্রীবাহী বাসের চাকা। ফলে নিলুফার ডান পায়ের আঙ্গুল ও গোড়ালীসহ পা পিষ্ট হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মতিঝিল বনানী ট্রান্সপোর্ট লিমিটেডের (৬ নম্বর) একটি বাসে এ দুঘটনা ঘটে। আহত নিলুফাকে প্রথমে স্থানীয় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নিলুফার ছেলে আশিকুর জানান, বাসটি পুরোপুরি না থামিয়ে তাকে নামার জন্য হেলপার বারবার বলতেছিল। এ সময় তিনি নামতে গিয়ে রাস্থায় পা পিছলে পড়ে যায়। পরে বাসটির পেছনের চাকা পায়ের উপর দিয়ে চলে যায়।

তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন হয়তো পায়ের আঙ্গুলগুলো বাদ পড়তে পারে। তবে এক্সরে রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহত নিলুফাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাকে হয়তো অর্থপেডিক বিভাগে স্থানান্তে করা হতে পারে।

এসএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।