আজ বার্সেলোনা-পিএসজি মুখোমুখি


প্রকাশিত: ০৪:১৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

সপ্তাহ ঘুরে আবারো সরগরম হয়ে উঠেছে মাঠ। বিভিন্ন লিগের সেরা দলগুলো নিয়ে মর্যাদাকর টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এই লিগের গ্রুপপর্বের খেলা ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করছে শেষ ষোলোতে যাওয়ার।

আজ ৩২টি দলের ১৬টি দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তার মধ্যে হাইভোল্টেজ ম্যাচের মর্যাদা পাচ্ছে বার্সেলোনা-পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেইন)। এ ছাড়া ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে এএস রোমাকে। বায়ার্ন মিউনিখ মাঠে নামবে সিএসকে মস্কোর বিপক্ষে। চেলসি খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।

পিএসজির ঘরের মাঠে আজ বার্সেলোনাকে আতিথ্য দিলেও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে নেই জ্লাতান ইব্রাহিমোভিচ। ইনজুরির কারণে আজ মাঠে নামতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চত নয়। সাবেক ক্লাবের বিপক্ষে অবশ্য সবাই প্রত্যাশা করবে পিএসজির সেরা খেলোয়াড় মাঠে নামুক। পুরো ম্যাচে সম্ভব না হলেও কিছু সময়ের জন্য হলেও কোচ লরেন্ট ব্লাঙ্ক চাইবেন ইব্রাকে মাঠে নামাতে, ‘বার্সার বিপক্ষে তাকে পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী’ লরেন্ট ব্লাঙ্ক বলেন।

শুধু ইব্রা নয়, থিয়াগো সিলভা ও ইজাকুয়েল লাভেজ্জিও একই সমস্যায় ভুগছেন। ব্লাঙ্ক বলেন, ‘থিয়গোর ইনজুরিটি আজ আবার পরীক্ষা করব। যেটা আমরা প্রতিদিনই করছি। তার ইনজুরিটি ইতিবাচক। তবে কবে নাগাদ তাকে দলে পাব সেটা বলা যাচ্ছে না।’

ইনজুরিতে পরার আগে ইব্রাহিমোভিচ পিএসজির হয়ে সাত ম্যাচে মাঠে নেমে ৭ গোল করেছিলেন। তাই তাকে দলে পেতে আজ মরিয়া পিএসজি কোচ।

তবে বার্সেলোনা কোচের জন্য আজ এক প্রকার বড় পরীক্ষা। প্রথমবারের মতো তিনি বড় কোনো দলের বিপক্ষে ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন। পিএসজির বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের রেকর্র্ড খুব চমকপ্রদ নয়। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের উভয় লেগই পিএসজির সঙ্গে ড্র করেছিল বার্সা। প্রথম লেগ ২-২ গোলে। দ্বিতীয় লেগ ১-১ গোলে। তার উপর ঘরের মাঠে ২৯ ম্যাচ ধরে অপরাজিত পিএসজি। তাদের বিপক্ষে আজ সেরাটা দিয়েই খেলতে হবে বার্সেলোনাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।