নভেম্বর থেকে বাধ্যতামূলক হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৯ জুলাই ২০১৫

আগামী ২৪ নভেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার জন্য বলা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এমআরপি ছাড়া ২৪ নভেম্বরের পর আর বিদেশে পাড়ি দেয়া যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরও এমআরপি ছাড়া দেশে আসতে সমস্যা হবে।

এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট নেয়ার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।