দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা কাউন্সিলের কোনো উদ্যোগ নেই


প্রকাশিত: ০২:২০ পিএম, ২৯ জুলাই ২০১৫

নিরাপদ  সড়ক চাই এর প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি কাউন্সিল গঠন করলেও বাস্তবে দুর্ঘটনা বন্ধে তাদের কার্যকর কোনো উদ্যোগ নেই।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করছে। আনাড়ি গাড়িচালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

তিনি বলেন, উন্নত বিশ্বে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল ও জরিমানা করা হলেও এদেশে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করেও দায়ী চালকরা পার পেয়ে যাচ্ছে। কোনো চালককে বেপরোয়া ড্রাইভিং করতে দেখলে পরিবহন যাত্রীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

ঢাকা ফাউন্ডেশনের সভাপতি মো.মুনির হোসেন মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদরুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক মো. হাফিজুর রহমান, পরিবেশ বাঁচাও আন্দোলনের জাঁতীয় কমিটি সদস্য নাজিমুদ্দিন স্থানীয় কাউন্সিলর,অ্যাডভোকেট এম,এ,হামিদ খান ,উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল অভিভাবকদের পক্ষ থেকে মো. নুরুল ইসলাম, ঢাকা মহানগরী সমিতির মহাসচিব আবু মোতালেব ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুক্কুর সালেক,প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদসহ প্রমুখ ।

এমইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।