শারদীয় দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে আজ। সনাতন ধর্মের অনুসারীদের শক্তির দেবী ও বাঙালির সার্বজনীন শারদোৎসবের সূচনা ঘটেছে সকাল ৭টা ১৫ মিনিটে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে।

আজ থেকে শুরু পাঁচ দিনের এ উৎসব শেষ হবে ৪ অক্টোবর শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দেশের সর্বত্র শুরু হয়েছে শক্তির দেবীর আরাধনা ও উৎসবের আমেজ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশজুড়ে ইতিমধ্যেই শেষ হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতিও।

দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার নৌকায় চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন)। যার ফল হচ্ছে শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। আর বিদায় নেবেন (গমন) দোলায় (পালকি) চড়ে। যার ফল হচ্ছে মড়ক।

এবার সারাদেশে প্রায় সাড়ে ২৮ হাজার পূজাম-প দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে সরকারি হিসাবে সারাদেশের প্রায় ২৮ হাজার ১শ`টি মন্ডপে পূজা হচ্ছে। ঢাকা মহানগরীতে এবার পূজার সংখ্যা ২১৬টি, যা গত বছরের তুলনায় দুটি বেশি।

শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে আজ ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। ষষ্ঠী তিথিতে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। সায়ংকালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হবে। সেই সঙ্গে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব।

আগামীকাল বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাষ্টমী ও কুমারী পূজা। তিথি অনুযায়ী এবার শুক্রবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পড়েছে। তবে সারাদেশে শনিবার বিজয়া শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে শনিবার সকালে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন হওয়ায় রামকৃষ্ণ মিশন পূজাম-পসহ অনেক মন্দির ও পূজাম-প এই সময়সূচিই অনুসরণ করছে। এ হিসাবে বরাবরের মতো এবারও পাঁচদিনজুড়েই চলবে উৎসবের নানা আয়োজন।

দুর্গোৎসব চলাকালে পূজার প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগআরতির আয়োজন করা হবে। এ ছাড়া দেশজুড়ে দুর্গোৎসব চলাকালে মন্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্যনাট্যসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।