রেখার রঙের মানুষ


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৯ জুলাই ২০১৫

অডিও প্রতিষ্ঠান ‘রিংগার’র ব্যানার থেকে প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী লাইলুন নাহার রেখা’র ‘রঙের মানুষ’ নামের অ্যালবাম। এটি শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম।

রঙের মানুষ অ্যালবামে ১০টি গান রয়েছে। সেগুলোর কথা লিখেছেন দেশবরেণ্য গীতিকার শহিদুল্লাহ ফরায়জি ও দেলোয়ার আরজুদা শরফ। অ্যালবামের শিরোনাম সংগীতটি লিখেছেন লিমন আহমেদ। গানগুলোর সুর সংগীত করেছেন মুশফিক লিটু, নাজির মাহমুদ, শিহাব রিপন ও লুৎফর হাসান।

অ্যালবাম প্রসঙ্গে দিনাজপুরের মেয়ে রেখা বলেন, ‘এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম। অনেক যত্ন নিয়ে কাজ করেছি। আমার গানে বরাবরই লোকজ আবহ রাখার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি কৃতজ্ঞ শহিদুল্লাহ ফরায়জি ও দেলোয়ার আরজুদা শরফ ভাইদের কাছে। উনাদের মত গুণী মানুষ আমার জন্য গান লিখেছেন। এছাড়া ধন্যবাদ জানাই আমার গানের সুর ও সংগীত পরিচালকদের। অ্যালবামের একটি গানও যদি শ্রোতাদের মনে দাগ কাটে তবেই আমার এই প্রয়াস সার্থক হবে।’

অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট গীতিকার, সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাউলশিল্পী ফকির শাহবুদ্দিন, গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরাইশী, নাজির মাহমুদ, চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, ফিটনেস বাংলাদেশ’র চেয়ারম্যান শাহীন সারেং প্রমুখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।