তিন বছরের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ জুলাই ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এ সরকার আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে।

জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’র দ্বিতীয় দিন বুধবার (২৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার উন্নয়ন বিষয়ে প্রশংসা করেছেন। এটি বর্তমান সরকারের অনেক বড় অর্জন বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতা নিয়ন্ত্রণ করে সরকারকে সহযোগিতা করা ছিল প্রশংসার দাবিদার। বিগত রমজানে দ্রব্যমূল্যের বাজার শতভাগ নিয়ন্ত্রণে ছিল। অসাধু ব্যাবসায়ীদের কালোবাজারি করতে দেয়া হয়নি। এ বিষয়েও ডিসিদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।