দেশের প্রতিটি জেলায় অটিস্টিক স্কুল চালুর সুপারিশ
দেশের প্রতিটি জেলায় অটিস্টিক স্কুল চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠক এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের বৈঠকে অংশ নেন।
বৈঠকে জেলা পর্যায়ে অটিস্টিক স্কুল চালুকরণ ও বয়স্ক ভাতা প্রদান কর্মসূচির অগ্রগতি এবং সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও সমাজসেবা কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সমাজসেবা কার্যক্রম প্রত্যক্ষকরণের অগ্রগতি প্রসঙ্গে আলোচনা করা হয়।
বৈঠকে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এসময় তৃণমূল পর্যায়ে বয়স্ক ভাতা প্রদানে সমতা বজায় রাখার সুপারিশ করা হয়।
সেইসঙ্গে দেশের ৬টি বিভাগীয় শহরে পূর্বে নামকরণকৃত শান্তি নিবাসগুলো বর্তমানে মহিলা জেলখানা হিসাবে নামকরণকৃত সেগুলোকে পুনরায় শান্তি নিবাস হিসাবে নামকরণ করার সুপারিশ করা হয়।
এইচএস/এসএইচএস/আরআইপি