শ্রমিকদের সহযোগিতা শ্রমিক কল্যাণ তহবিল থেকে : চুন্নু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০১ মে ২০১৮

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সব ধরণের শ্রমিকদেরকে সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার মহান-মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক র‌্যালিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বর্ণাঢ্য এ র‌্যালিটি দৈনিক বাংলা মোড় থেকে যাত্রা শুরু করে পল্টন, জিরো পয়েন্ট, সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানও অংশ নেন।

শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছে। বর্তমানে ফাউন্ডেশন তহবিলে ৩০০ কোটি টাকার মতো রয়েছে।’

তিনি বলেন, ‘রিকশাচালক হোক, কৃষি শ্রমিক হোক সব ধরণের শ্রমিকদের আমরা এই তহবিল থেকে সহযোগিতা দেব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মস্থলে কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে ২ লাখ টাকা দেয়া হবে। এছাড়া শ্রমিকদের সন্তান মেডিকেল কলেজ, প্রকৌশল বা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তাদেরকে ৩ লাখ টাকা দেয়া হবে।’

নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট আছে। একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে মালিক-শ্রমিকদের একসঙ্গে কাজ করতে হবে।’

র‌্যালিতে শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভুইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ অংশ নেন।

আরএমএম/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।