এমপিওভুক্ত বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির সুপারিশ


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৯ জুলাই ২০১৫

শিক্ষক ও স্কুলের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এবং শিক্ষার মান উন্নয়নে এমপিওভুক্ত বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য কমিটির সভাপতির নেতৃত্বে প্রধানমন্ত্রীর নিকট দাবি পেশের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।     

জাতীয় সংসদ ভবনে বুধবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এগারতম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন।

বৈঠকে বিগত সকল বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে এবং ইউ জি সি অনুমোদিত সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের মা সমাবেশে স্থানীয় সংসদ সদস্য যাতে উপস্থিত হতে পারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সভাপতি মনোনয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।