পঞ্চম বর্ষে মাছরাঙা টেলিভিশন


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৯ জুলাই ২০১৫

চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পা রাখছে মাছরাঙা টেলিভিশন। বৃহস্পতিবার বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করবে বেসরকারি চ্যানেলটি।

‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ কিছু নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে মাছরাঙা। তারমধ্যে টেলিছবি ‘জার্মোফোবিকম্যান’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, শখ, মনিরা মিঠু।

রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘পথচলার চার বছরের নানা চিত্র নিয়ে অনুষ্ঠান ‘পেছন ফিরে দেখা’। ‘তোমায় গান শোনাবো’তে গাইবেন অনুপমা মুক্তি, স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়।

সংবাদের ক্ষেত্রে ঢাকার বাইরের অবহেলিত জনপদের খবর বেশি করে জানাতে যোগ হয়েছে বিভাগীয় খবর। পাশাপাশিশুরু হচ্ছে ‘নারীর পৃথিবী’ নামে নারী বিষয়ক নতুন একটি অনুষ্ঠান।

নতুন বছরে অনুষ্ঠান ও সংবাদের ক্ষেত্রে আরও অনেক অভিনবত্ব যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনায়েম।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।