তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৯ জুলাই ২০১৫

তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর মারা গেছেন বলে দাবি করেছে আফগান সরকার। কিন্তু চরমপন্থী এ সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। খবর বিবিসির।

তালেবানের শীর্ষ এই নেতা দুই-তিন বছর আগে মারা গেছে বলে দাবি করলেও আফগানিস্তান  সরকার এবং গোয়েন্দারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু এবারই প্রথম দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ তথ্য জানালেন।

শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি প্রদান করা হবে বলে জানিয়েছেন তালেবানের একজন মুখপাত্র। এছাড়া তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর দীর্ঘদিন ধরে অজ্ঞাতস্থান থেকে বিভিন্ন বার্তা প্রকাশ করতেন। এর আগেও কয়েকবার তালেবানের শীর্ষ এই নেতার মৃত্যুর খবর গণমাধ্যমে আসে।

তালেবান ও আল কায়েদা জঙ্গিরা নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা করেছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। এর পর তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট আফগানিস্তানে অভিযান শুরু করে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।