বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বন্ধ কারখানা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা, পাওনাদি পরিশোধসহ বন্ধ কারখানা চালু করার দাবি জানিয়েছে চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চুনজি নীট লিমিটেডের মালিক গত জানুয়ারি মাসে বন্ধের নোটিশ টাঙিয়ে পরের মাসে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার আশ্বাস দেয়। আজ পর্যন্ত তা পরিশোধ করেনি। শ্রমিকরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এটি দেশের প্রচলিত শ্রম আইনের পরিপন্থী ও মানবাধিকার লঙ্ঘন।

তারা বলেন, অবিলম্বে চুনজি লিমিটেডকে এই শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ সব পাওনা পরিশোধ করে পুনরায় কারখানা চালুর জোর দাবি জানাচ্ছি। সেইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। অন্যথায় আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্যাম্পেইন করতে বাধ্য হব।

চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক পপি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, ইউনাইডেট ফেডারেশন অব গার্মেন্টসের সভাপতি রায় রমেশ চন্দ্র, সাধারণ সম্পাদক নরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেহেলী আফরোজ লাভলী, দফতর সম্পাদক রেজাউল করিম, মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

এএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।