ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা : গ্রেফতার ১


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৯ জুলাই ২০১৫

নারীদের ফেসবুক আইডি হ্যাক করে তাদের চরিত্র হরণের হুমকির দায়ে মাহমুদুল হাসান (২০) নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদুল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (চতুর্থ সেমিস্টার) ছাত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি ডেক্সটপ কম্পিউটার ও ১ টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মাহমুদুল নিজেকে তথ্য-প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ বলে দাবী করেছে। তিনি ফিশিং, কী-লগার প্রোগ্রাম এবং সোস্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফেসবুক একাউন্ট হ্যাক করে ভুক্তভোগীর একান্ত ব্যক্তিগত কিছু ছবি ভুক্তভোগীকে পাঠিয়ে তার সাথে অশালীন সম্পর্ক করার প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হলে ঐ ছবিগুলো ফেসবুকসহ অন্যান্য সোস্যাল মিডিয়ায় আপলোড করার করার হুমকিও দিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল জানায়, এ পর্যন্ত প্রায় শতাধিক ব্যবহারকারীর ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করেছে। সকল তথ্যই তার ব্যক্তিগত কম্পিউটারে সংরক্ষিত আছে। বিবাহিত এবং যাদের স্বামী বিদেশে থাকে এমন মেয়েদের অ্যাকাউন্টই টার্গেট হিসাবে বেছে নিতেন তিনি।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া একজন ভিকটিম ১ জুলাই যাত্রাবাড়ী থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (সংশোধণী) আইনে একটি মামলা দায়ের করেন। এর ভিত্তিতে ডিবি-পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেফতার করে।

জেইউ/এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।