ট্রাফিক অভিযানে প্রতি মিনিটে মামলা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে প্রায় প্রতি মিনিটেই মামলা হচ্ছে। ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার অভিযান চালিয়ে দুই হাজার ৫৪০টি মামলা ও ১৯ লাখ ৫০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৫৪৩টি গাড়ি রেকার করা হয়। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

ট্রাফিক সূত্র জানায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১২৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহারের কারণে আটটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর কারণে ১১ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক আইন অমান্যের কারণে ৬৩০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪১টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৯টি ভিডিও মামলা ও সরাসরি ৩৬টি মামলা দেয়া হয়েছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।