ফাঁসি কার্যকর করতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৯ জুলাই ২০১৫

দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। বুধবার সকালে চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল রাখার পর ট্রাইব্যুনালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় বাংলাদেশ মু্ক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা মেহেদী হাসান বলেন, বর্তমান যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে চিন্তা ভাবনার কিছুই নেই। ঘৃণিত ব্যক্তিদের বিচার বাংলার মাটিতে হবেই।

সংগঠনটির আরেক নেতা শমসের আলী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭১ সালে মা-বোনদের নির্যাতন করেছে। মানুষ হত্যা করেছে। তাই তার ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে।

এর আগে ট্রাইব্যুনাল এলাকায় মানববন্ধনে অংশ নেন তারা। পরে ফাঁসির রায় বহাল রাখার খবর শোনার পর রায় কার্যকর করার দাবিতে তারা একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন।

এমএম/এএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।