জাগো নিউজে সংবাদ প্রকাশ : অপারেশন হলো ভুক্তভোগী রোগীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক ঢাকা মেডিকেল
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ এপ্রিল ২০১৮
কাজী জালাল, মঙ্গলবার তার অপারেশন হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে চিকিৎসাসেবা প্রায় সময়ই ব্যাহত হয়। গত ২৩ এপ্রিল এমন অভিযোগে একটি খবর প্রকাশিত হয় দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ। ‘দালালের কথা না শোনায় অপারেশন হয়নি’ শিরোনামের এই সংবাদ প্রকাশের পর বিষয়টি ঢামেক কর্তৃপক্ষের নজরে অাসে।

এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের তদন্ত করেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ওই ভুক্তভোগী রোগীকে হাসপাতালে ডেকে তার অপারেশন সম্পন্ন করেন চিকিৎসকরা।

কাজী জালাল নামে ওই রোগী জাগো নিউজকে বলেন, ‘অামি এক মাস ধরে হাসপাতালে কেবিন ভাড়া করে থাকছিলাম ডান হাতের ইমপ্লিমেন্ট রিমুভ করার জন্য। কিন্তু অামার অপারেশন ডেট হওয়ার পর কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। এরপর হাসপাতালের দালাল রফিকুল আমাকে বলেন, সেগুলো তার কাছ থেকে কিনতে হবে। এ জন্য তাকে সাড়ে তিন হাজার টাকা দিই। কিন্তু এগুলোর বাজার মূল্য এত নয়। এসব নিয়ে অামি প্রতিবাদ করি। এতে দালালরা অামাকে হুমকি দিয়ে বলে তোমার অপারেশন এ হাসপাতালে হবে না। এমনকি তারা অামাকে রিলিজ পর্যন্ত করে দেয়ার ব্যবস্থা করে। পরে অামি বাসায় চলে যাই।’

তিনি বলেন, ‘এ ঘটনায় অামি একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম হাসপাতালের পরিচালকের কাছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পরে এটা নিয়ে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর গতকাল (মঙ্গলবার) সকালে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডা. সামসুজ্জামান স্যার অামাকে তার রুমে ডাকেন। সেখানে তিনি অামার অভিযোগ শুনে দালালদের ডেকে অানেন এবং অামার থেকে নেয়া বাড়তি টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। পরে দালাল রফিকুল অামাকে বাড়তি টাকা ফেরত দেন এবং হাতজোড় করে ক্ষমা চান। এ ঘটনায় হাসপাতালের ১১৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবয় লুৎপর ও ওয়ার্ড ইনচার্জ প্রবীরও ক্ষমা চান। পরে ডা. সামসুজ্জামান স্যার অামার অপারেশনের ব্যবস্থা করেন।’

shamsujjaman.jpg

ঢামেকের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সামসুজ্জামান

তার অভিযোগের সংবাদ প্রকাশের জন্য জাগো নিউজকে ধন্যবাদ জানান কাজী জালাল। সেই সঙ্গে অপারেশন সম্পন্ন হওয়ায় ডা. সামসুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ঢামেকের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সামসুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘সে (রোগী) এ ঘটনায় লিখিত অভিযোগ না দিয়েও অামার কাছে মৌখিক অভিযোগ করলেও বিষয়টার সমাধান পেত। যাই হোক পরে অাপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে ডেকে এনে অভিযোগটি শুনে ব্যবস্থা নিয়েছি। বাড়তি টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেছি এবং তার অপারেশন করেছি।’

অভিযুক্ত রফিকুল দালাল নয় এই হাসপাতালে মেটারিয়ালস সাপ্লাই দেয় বলে জানান তিনি। সেই সঙ্গে সংবাদ প্রকাশ করে সমস্যাটা তুলে ধরার জন্য জাগো নিউজকে ধন্যবাদ জানান ডা. সামসুজ্জামান।

এসএইচ/জেডএ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।