মিরপুরে বিস্ফোরণ : শিশু সন্তানের পর চলে গেলেন মাও

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক ঢাকা মেডিকেল
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সাত মাসের শিশু তানিমের পর তার মা মিনারও (২২) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।

বার্ন ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন জাগো নিউজকে জানান, নিহত মিনার শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। এ ধরনের রোগীর চিকিৎসা খুবই ক্রিটিক্যাল। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় এই বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। স্বজনরা জানায়, রাতে নিচতলায় পানির মোটর চালু করার সময় গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় দ্বগ্ধ শিশুটির বাবা মানিক (৩০) ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি ওই বাসার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।

এসএইচ/এমবিআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।