সাকার রায়ে সন্তুষ্ট প্রফুল্ল সিংহ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় বহাল রাখায় খুশি হয়েছেন প্রফুল্ল রঞ্জন সিংহ। আদালতের রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আদালত একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। পিতৃ হত্যার বিচার পেয়েছি।
বুধবার সকালে আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় বহাল রাখার পর টেলিফোনে প্রতিক্রিয়া জানান তিনি। তবে রাউজানের কুন্ডেশ্বরী ভবনের বাইরে আসেননি তিনি। সরাসরি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি তিনি।
রায় নিয়ে আগের দিন কিছু বলতে চাননি সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ। বলেছিলেন, ‘আদালত যা রায় দেন...’।
মুক্তিযুদ্ধে সাকা বাহিনীর বর্বরতায় প্রাণ হারান চট্টগ্রামের রাউজানের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ। প্রফুল্লর বাবা নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনাল সাকাকে মৃত্যুদণ্ডও দিয়েছেন।
এখনো সালাহউদ্দিন কাদেরকে ভয় করেন কিনা এমন প্রশ্নের জবাবে নিরুত্তর থাকেন প্রফুল্ল। তিনি ২০১২ সালের ২০ জুন আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে সাকার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।
২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ডের রায় ঘোষণার দিন রাউজানের গহিরায় প্রফুল্লর বাসভবন কুন্ডেশ্বরী ভবন ছিল তালাবদ্ধ। বাড়ির সামনে বসানো হয়েছিল কড়া পুলিশ প্রহরা। নিরাপত্তাহীনতার কারণে প্রফুল্ল রঞ্জন সিংহ সেদিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথাও বলেননি। এবারও সেই একই অবস্থা।
এদিকে বুধবার আপিল বিভাগের রায় ঘোষণাকে কেন্দ্র করে কুন্ডেশ্বরী ভবনের সামনে বসানো হয়েছে কড়া পুলিশি প্রহরা। মূল সড়ক থেকে কুন্ডেশ্বরী ভবন পর্যন্ত চেকপোস্টও বসানো হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
তিনি বলেন, কুন্ডেশ্বরী ভবনের সামনে আটজনের একটি টিম রাখা হয়েছে। চেকপোস্টও বসানো হয়েছে। কেউ প্রবেশ করতে চাইলে তাকে তল্লাশি করে ভবনে ঢুকতে দেয়া হচ্ছে।
# সাকার রায় নিয়ে কিছুই বলতে চান না প্রফুল্ল
এসএস/এমএস