ভাটারায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ২৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

রাজধানীর ভাটারা থানার বেরাইদে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার বাড্ডা থানায় জাহাঙ্গীর চেয়ারম্যান বাদী হয়ে এ মামলা করেন।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে নিহতের চাচাতো ভাই ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৭ জনের নামে মামলা করেন। মামলায় এক নম্বর অাসামি করা হয়েছে ফারুক অাহমেদ ওরফে ভাগ্নে ফারুক, মহসিনসহ ২৭ জন। মামলা নম্বর-২৭।

গত রোববার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ’র পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান দুখু।

জেইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।