বিচারের নামে কর্নেল তাহেরকে খুন করেছেন জিয়া : নাজমুল হক প্রধান


প্রকাশিত: ১০:৩৮ পিএম, ২৮ জুলাই ২০১৫

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান বিচারের নামে কর্নেল তাহেরকে ঠান্ডা মাথায় খুন করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করে জিয়া বঙ্গবন্ধু খুনের দায়িত্ব নিয়েছিলেন। তার এই অপরাধের মরনোত্তর বিচার একদিন বাংলার মাটিতেই হবে।

প্রধান বলেন, আর বিএনপি প্রধান হিসেবে জিয়া ও খালেদা জামায়াত শিবিরকে রাজনীতিতে পুনর্বাসিত করে জাতির সঙ্গে ঘাতকতা করেছেন। তাদের এই অপকর্মের জবাব দেশের মানুষ ঘৃণা ভরে দিচ্ছে। এ কারণেই রাজনীতিতে বিএনপি এখন তৃতীয় সারির দলে পরিণত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ৩৯তম মৃত্যুবার্ষিকী ও তাহের দিবস উপলক্ষ্যে  সিলেট জেলা ও মহানগর জাসদের কর্মী সমাবেশের ডাক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজমুল হক প্রধান আরো বলেন, ‘দুর্নীতি সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন মহাজোট সরকার যখন মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে, তখনই বিএনপি-জামায়াত দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা শুরু করে। কিন্তু দেশের মানুষ তাদের আজ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ। মহানগর জাসদের দফতর সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কলন্দর আলী।

কলন্দর আলী বলেন, জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাজতান্ত্রিক দল জাসদের কমিটি গঠন করে তৃণমূল থেকে জাসদকে শক্তিশালী করা হবে। জাসদকে শক্তিশালী করা গেলেই দেশের মানুষকে সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক ফায়দা লুটের রাজনীতি থেকে রক্ষা করতে হবে।

সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ বলেন, শতাধিক নিরীহ মানুষ হত্যার অপরাধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে। এই বিচার না হলে আন্দোলনের নামে ককটেল বোমা আর আগুনে পুড়ে মরা সাধারণ মানুষের আত্মায় শান্তি পাবেনা।

তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও আগুন সন্ত্রাসী-জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আন্দোলনে জাসদ ঐক্যবদ্ধ। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখতে জাসদ নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে হবে।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।