সাকার রায়কে ঘিরে সারাদেশে বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ জুলাই ২০১৫
ফাইল ছবি

একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন ও দেশান্তরসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে ‍মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের চুড়ান্ত রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ৭৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ বেঞ্চ সাকা চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সম্ভাব্য নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে রাত ১২টা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকায় ১০ প্লাটুন ও বিভাগীয় শহরসহ সারাদেশে ৬৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর নিজ এলাকা চট্টগ্রামেও বিজিবির বিশেষ টহল টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।