মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে আইপিইউ’র সভাপতির বৈঠক


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৮ জুলাই ২০১৫

মালদ্বীপ সফররত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী মালদ্বীপের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে মঙ্গলবার তার কার্যালয়ে বৈঠক করেছেন।

মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে মালদ্বীপ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি গাইয়ুম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাথে মালদ্বীপের সংসদের দীর্ঘদিনের সু-সম্পর্ককে স্বাগত জানান। সাথে সাথে তিনি ২০১৫ সাল পরবর্তী টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মালদ্বীপের সংসদকে কার্যকর এবং উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার দেশের সরকারের সহযোগিতা এবং অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্কের বিষয়ে আলোকপাত করে সার্ক দেশসমূহের মধ্যে সংসদীয় পর্যায়ে সম্পর্ক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বৈশ্বিক ক্ষতির ঝুঁকি হ্রাস করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।