মির্জাপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৮ জুলাই ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সদরের কালিবাড়ি রোড ও ফতেপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদের মাঠে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর রহমান প্রমুখ।

এস এম এরশাদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।