বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৮ জুলাই ২০১৫

প্রাণঘাতি ‘হেপাটাইটিস ভাইরাস’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মঙ্গলবার দেশে পালিত হলো ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে ২০১০ সাল থেকে প্রতিবছর ২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘হেপাটাইটিস প্রতিরোধে এখনি কাজ করতে হবে’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম পৃথক বাণী দিয়েছেন।

ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দিনের শুরুতে বর্ণাঢ্য সাইকেল র্যালি বের করেছে। সাইকেল র্যালির উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) মেয়র সাঈদ খোকন ও অ্যাটর্নি জেনারেল মাহবুব এ আলম এতে অংশগ্রহণ করেন।

দিবস উপলক্ষে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ’র উদ্যোগে ‘হেপাটাইটিস এবং আমাদের করণীয়’ শীর্ষক একটি বিশেষ গোলটেবিল বৈঠক দ্য ডেইলি স্টার অডিটোরিয়াম এর অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ’র মহাসচিব অধ্যাপক মোহাম্মাদ আলী এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হারুন-উর-রাশীদ ও গাইনি ও অবস্ট্রেটিকস’র অধ্যাপক টি এ চৌধুরী।

অধ্যাপক এ কে আজাদ খান বলেন, হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসে প্রতিবছর বিশ্বে কোটি কোটি মানুষ আক্রান্ত হয় এবং প্রায় ১৫ লাখ লোক মারা যায়।

বক্তারা বলেন, লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং সময়মত এ রোগের চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। তাই এর যত্নে জনগণকে আরো সচেতন হওয়া উচিত।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।