পাবনায় চরমপন্থী নেতা টেনু গ্রেফতার


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৮ জুলাই ২০১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী দলের আঞ্চলিক নেতা টেনু বিশ্বাসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। টেনু আতাইকুলার মাদক সম্রাট বলে পরিচিত। তিনি শামসু বিশ্বাসের ছেলে ও আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কোরবান আলী বিশ্বাসের ভাতিজা। মঙ্গলবার বিকালে পাবনা শহরের জেবি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, টেনু বিশ্বাসের নামে আতাইকুলা থানায় হত্যাসহ ৮/১০টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাবনা সদর থানা পুলিশের সহযোগিতায় আতাইকুলা থানা পুলিশের একটি দল শহরের জেবি মোড় থেকে তাকে গ্রেফতার করে।

টেনু এলাকায় চরমপন্থী দল ও সন্ত্রাসী দলগুলোর নেতৃত্ব দিয়ে অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। এর আগে গত ১৫ জুলাই পুলিশ তার বাড়ি তল্লাশি করে মোট ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

একে জামান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।