ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেল ইন্ডিগো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২১ এপ্রিল ২০১৮

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক এর ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবির স্বাক্ষরিত অনুমোদনপত্র সম্প্রতি ইন্ডিগো’র জিএসএ রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেডকে পাঠানো হয়।

অনুমোদনপত্রের শর্ত অনুযায়ী, ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সটি।

বেবিচক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করে। সে আবেদন পরিপ্রেক্ষিতে সকল পরীক্ষা ও আনুষ্ঠানিকতা শেষে গত ৫ এপ্রিল ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক। এয়ারলাইন্সটিকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইন্ডিগো’র জিএসএ রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইন্ডিগো ইতোমধ্যে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। আশা করছি আগামী মে মাস থেকেই সপ্তাহে ৭টি ফ্লাইট শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০০৬ সালের চালু হওয়া ইন্ডিগো’র বহরে মোট ১৬১টি উড়োজাহাজ রয়েছে। ৫ বছর ভারতের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনার পর ২০১১ সালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পায় এয়ারলাইন্সটি। বর্তমানে ইন্ডিগো ৪২টি অভ্যন্তরীণ রুট এবং ৮টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইন্ডিগো’র প্রধান কার্যালয় ভারতের গুরগাঁয়ে।

আরএম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।