মে-জুনে ভারত সফরের সম্ভাবনা শেখ হাসিনার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০১৮

মে-জুনে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্র প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) মধ্যেই মোদি এবং হাসিনার আলোচনার সময় আবার উঠে আসে তিস্তাসহ একাধিক প্রসঙ্গে।

ভারত থেকে প্রকাশিত ‘বর্তমান’ পত্রিকায় এ তথ্য জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ ব্যাপারে জাগো নিউজকে তারা কিছু বলতে পারেনি।

উল্লেখ্য, ফের মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা। নয়া দিল্লির পর এবার লন্ডন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাঝে কেটে গেছে এক বছর। তিস্তা দিয়ে অনেক জল গড়িয়ে গেলেও সেই সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারেনি দুই দেশ।

পাশাপাশি দু’দেশের উন্নয়নমূলক সহযোগিতার বিষয়টি স্থান পায় দুই রাষ্ট্র প্রধানের বৈঠকে। এছাড়া, আগের বৈঠকগুলোতে যে সমস্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এফএইচএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।