থানচিতে ত্রাণ যাচ্ছে হেলিকপ্টারে


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৮ জুলাই ২০১৫

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার।

পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, থানচি উপজেলার দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছাতে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার জন্য বরাদ্দ থাকা দুই মেট্রিক টন চাউল নিয়ে আবহাওয়া একটু ভাল হলে যাত্রা শুরু করবে হেলিকপ্টারটি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানান, জেলা পরিষদের পক্ষ থেকে সাত উপজেলায় ত্রাণ দেওয়া হচ্ছে।

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।