জয়ললিতার কারাদণ্ডের খবরে ১৬ জনের মৃত্যু


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

আদালত জয়ললিতাকে চার বছরের জেল ও ১০০ কোটি রুপি জরিমানা করার ঘটনায় তামিলনাড়ুতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে প্রধান জয়ললিতাকে গত শনিবার ওই শাস্তি দেয় ব্যাঙ্গালোরের একটি আদালত। এ খবর শুনে দলটির তিন সমর্থক ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। একজন নিজেকে বলি দেন। আরেকজন বাসের সামনে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। এ ছাড়া একজন বিষ খেয়ে আত্মহত্যা করেন। বাকি ১০ জন হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

এদিকে রায়ের খবর সইতে না পেরে দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছাত্র নিজেকে বলিদানের চেষ্টার পর এখন হাসপাতালে রয়েছেন। আরেক সমর্থক নিজের গায়ে আগুন ধরিয়ে মৃত্যুর চেষ্টার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্য এক সমর্থক নিজের আঙ্গুল কেটে ফেলেছেন।

অথচ গত আগস্টেই আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে চিঠি লিখেছিলেন জয়ললিতা। সেখানে তিনি ওই নারীকে আত্মহত্যা থেকে বিরত থাকার আহ্বান জানান। আত্মহত্যাকে ভীরুতা হিসেবেও উল্লেখ করেন জয়ললিতা।

এদিকে এআইএডিএমকে দলের পক্ষ থেকে সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের ধৈর্য্য ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুতে ‘আম্মা’ হিসেবে পরিচিত ৬৬ বছর বয়সী জয়ললিতার প্রতি মানুষের ভালোবাসা থেকেই তারা এ ধরনের আবেগী কাজ করছে বলে উল্লেখ করেছেন দলটির নারী সদস্য সি আর স্বরস্বতী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।